সেলফ-ডিসিপ্লিন মূলত মানুষের সেই ভালো কাজ করার ইচ্ছাশক্তিকে সুশৃঙ্খল করে। তাই মুমিনের জীবনে সেলফ-ডিসিপ্লিনের গুরুত্ব অপরিসীম। কারণ ,একদিকে তার সামনে আছে সুদূর প্রসারী সুনির্দিষ্ট লক্ষ্য, অন্যদিকে সেই লক্ষ্যে পৌঁছনোকে বাধাগ্রস্ত করতে মরিয়া প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে এসব ফাঁদ ও বিপথগামিতা এড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য জীবনে খুব বেশি যেটির দরকার সেটি হলো ‘ডিসিপ্লিন' বা শৃঙ্খলা।