আখলাক হলো একজন মুমিনের সর্বোচ্চ অলংকার। এই উত্তম চরিত্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অগণিত মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবিদের জীবন ছিল উত্তম আখলাকের শ্রেষ্ঠ নিদর্শন। তাঁদের অসাধারণ নৈতিক আদর্শে অনুপ্রাণিত মুমিনরা হয়ে উঠেছিলেন ঈর্ষণীয় চরিত্রের অধিকারী, যার প্রভাবে তৎকালীন সাম্রাজ্য ও সভ্যতাগুলো পর্যন্ত নতশির হয়েছিল। কিন্তু আজকের দিনে সেই মুমিনদের আখলাকের অবস্থা দুঃখজনকভাবে অবনতি ঘটেছে। আধুনিক যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে চারিত্রিক অধঃপতন যুবসমাজের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক প্রবণতা থেকে রক্ষা করতে হলে দ্রুত নববি আখলাককে অনুসরণ করতে হবে এবং সাহাবায়ে কেরামের চরিত্রগত বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে হবে। এই বইয়ে কুরআন, হাদিস ও রাসূলের জীবনের আলোকে মুমিনের আখলাকের আদর্শ চিত্রায়িত হয়েছে। পাশাপাশি, বর্তমান সমাজের নানান বাস্তব সমস্যার সঙ্গে মিলিয়ে উদাহরণ ও উপমার মাধ্যমে বিষয়গুলো আরও জীবন্ত ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই, এটি শুধু একটি বই নয়, বরং একজন মুমিনের জন্য নৈতিক পথপ্রদর্শক।