একসময় মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে নেতৃত্ব দিয়েছিল এবং ইনসাফের আলোকছটা ছড়িয়ে দিয়েছিল বিশ্বজুড়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদের গৌরবময় অর্জন মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত—মুসলিম উম্মাহ এখন পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ ও নির্যাতিত জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি। এই উল্টে যাওয়া পরিস্থিতির শুরু কোথা থেকে, কীভাবে এর বিকাশ ঘটল, এবং এর পরিণতিই বা কী হতে পারে—এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন করা অত্যন্ত জরুরি। বিশেষত তাদের জন্য, যারা উম্মাহর হারানো ঐতিহ্য ও মর্যাদা পুনরুদ্ধার করতে আগ্রহী, এবং বিশ্ববাসীর কাছে শোষণ ও বিশৃঙ্খলা থেকে মুক্তির বার্তা পৌঁছে দিতে চান। তবে এটা মনে রাখতে হবে, কোনো পতিত জাতি তার পূর্বের অবস্থান পুনরুদ্ধার করতে পারবে না, যতক্ষণ না তারা নিজেদের পতনের প্রকৃত কারণ ও সেই ইতিহাসের গতিপথ সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। এ পথটি দীর্ঘ ও কঠিন—কিন্তু মুক্তি চাইলে এই পথ ধরে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।