ইসলামে নারী অধিকার শুধুমাত্র ঘরকেন্দ্রিক নয়, বরং তার মর্যাদা ও অধিকার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বিস্তৃত। নারীর ভূমিকা কেবল গৃহকর্মে সীমাবদ্ধ নয়; তিনি ব্যবসা, চাকরি, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম। তথাপি, পশ্চিমা পুঁজিবাদী সমাজে ইসলামকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়, এবং অনেক মুসলিমও ভুলবশত এই অপবাদে বিশ্বাস করে থাকে। আসল সত্য হচ্ছে, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে। তাকে একটি পূর্ণাঙ্গ মানবিক মর্যাদা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কন্যা, স্ত্রী, মা, এবং সমাজের অংশ হিসেবে তার অধিকার ও দায়িত্বের নিশ্চয়তা। ইসলাম নারীকে সম্পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রদান করেছে, যা অনেকেই জানেন না। এই অজ্ঞতার ফলে অনেক মুসলিম নারী আজ হীনম্মন্যতায় ভুগছেন। ইসলামে নারীর সার্বিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রত্যেক সচেতন ব্যক্তির দায়িত্ব, যাতে তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা ও অবস্থানকে স্পষ্টভাবে বুঝতে পারে। "ইসলামের চোখে নারী" গ্রন্থটি এই বিষয়টির ওপর পরিষ্কার ধারণা প্রদান করবে, ইনশাআল্লাহ।