প্রায় এক যুগ আগে মানিক বন্দোপাধ্যায় রচিত “পুতুল নাচের ইতিকথা” উপন্যাসের জনপ্রিয় চিকিৎসক চরিত্র শশী ডাক্তারের চরিত্র বিশ্লেষণ করে কল্প-ডাক্তার বইয়ের প্রথম লেখাটি তৈরী করেন ফাহিম। এরপর সাহিত্যের ডাক্তার চরিত্রদের পর্যালোচনা করে তৈরী করেন আরো ৫টি নিবন্ধ। “চোখের বালি”-এর মহেন্দ্র থেকে ”দত্তা” উপন্যাসের নরেন ডাক্তার হয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের “তেতুল বনে জোছনা” উপন্যাসের নায়ক ডাক্তার আনিস – এদের সবার চরিত্রের বিভিন্ন দিক জনস্বাস্থ্য গবেষকের চোখ দিয়ে বিশ্লেষণের মাধ্যমে ফাহিম তুলে এনছেন বইয়ের পাতায়। সাহিত্যের ডাক্তার চরিত্র ব্যবচ্ছেদ করে লেখা ৬টি নিবন্ধসহ ”কল্প-ডাক্তার” এর সূচিতে মোট ৮টি নিবন্ধ ও ১টি অনুবাদ ঠাঁই পেয়েছে। এর মধ্যে ২টি লেখা দেশের বিরাজমান হাসপাতাল ব্যবস্থার বিশ্লেষণ। সবশেষ লেখাটি হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা এবং উপনিবেশবাদ বিষয়ে ফ্রাঁনৎস ফাঁনোর লেখার অনুবাদ।