কীভাবে তাঁর সকাল হতো? ঘুম থেকে উঠে তিনি প্রথমে কী করতেন? তারপর কী করতেন? তারপর? দুপুর কীভাবে কাটতো? সাঁঝের বেলায়? ঘুমানোর আগে প্রিয় কাজ কী ছিল? ‘নবীজির দিনলিপি’ বইটিতে এমনভাবে নবীজির জীবনের দৈনন্দিন আমলগুলোকে পেশ করা হয়েছে যা পড়ে পাঠক সহজেই বুঝতে পারবেন নবীজি কোন সময়টাতে ঠিক কী ধরনের আমল করতেন আর সারাদিন এত প্রাণবন্ত কীভাবেই বা থাকতে পারতেন।