জ্ঞানার্জনের তিনটি গুরুত্বপূর্ণ উৎস হল ওহি, সুন্নাহ এবং ইতিহাস। ওহির মাধ্যমে পবিত্র কুরআন আমাদের জীবন পরিচালনার নির্দেশনা দিয়েছে, আর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন। কুরআন ও সুন্নাহ বারবার আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে উৎসাহিত করেছে। তবুও, দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসচর্চা আমাদের মাঝে উপেক্ষিত ও অবহেলিত থেকে গেছে। এর পরিণতি আমরা স্পষ্ট দেখতে পাই বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজ ও তাদের মানসিক অবস্থার মধ্যে। যারা ভবিষ্যতে এই উম্মাহর নেতৃত্ব দেবে, তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য ইতিহাসের গুরুত্ব অপরিহার্য। এই গ্রন্থ সেই তরুণদের উদ্দেশ্যে রচিত, যারা নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যম নিয়ে ইতিহাসের ধারাকে বদলে দিতে চান এবং উম্মাহকে একটি উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে প্রস্তুত।