মাকাসিদুশ শরিয়াহ বলতে বোঝায় কুরআন ও সুন্নাহর বাণীর গভীরতা, রহস্য এবং অন্তর্নিহিত জ্ঞানের অনুসন্ধান। যখন আমরা এই অন্তর্নিহিত জ্ঞান ও মর্মার্থ উপলব্ধি করতে পারি, তখন আমাদের জীবনের সাথে শরিয়াহর সত্যিকার সংযোগ স্থাপন হয়। এর ফলে জীবন রঙিন হয়ে ওঠে শরিয়াহর আলোয়। সালাত, সাওম, হজ, জাকাত বা পর্দা—এগুলো নিছক কিছু আচার-অনুষ্ঠানের নাম নয়। এগুলোর প্রত্যেকটির অন্তরে লুকিয়ে আছে মানবজাতির কল্যাণের অসীম জ্ঞান এবং গভীর তাৎপর্য। মহান সৃষ্টিকর্তার এই কল্যাণমূলক উদ্দেশ্য ও হিকমতই মাকাসিদুশ শরিয়াহ নামে পরিচিত। তাই মাকাসিদুশ শরিয়াহ অধ্যয়ন মুমিন জীবনের এক অপরিহার্য দিক। এটি আমাদের চিন্তা ও উপলব্ধির এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা আমাদের জীবনকে আল্লাহর নির্ধারিত পথে চলতে অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ, মাকাসিদুশ শরিয়াহর এ জ্ঞান আপনাকে এক নতুন ভাবনার জগতে পৌঁছে দেবে।