বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কেন, তা নিয়ে যুগে যুগে ঐতিহাসিকরা নানা তত্ত্ব ও ব্যাখ্যা উপস্থাপন করেছেন। অমুসলিম জনপদের মাঝে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বিকাশ এক বিস্ময়, যা দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। কিন্তু পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে এই প্রশ্নের উত্তর সবসময় অনুমান আর তত্ত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ থেকেছে। ফলে বাংলার মুসলমানদের ইতিহাস অস্পষ্টতা আর ভুল বোঝাবুঝির আড়ালে ঢাকা পড়েছে। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিজেদের শেকড় সম্পর্কে সঠিক ধারণাও নেই। এই গ্রন্থে সেই ধোঁয়াশা দূর করার প্রচেষ্টা করা হয়েছে। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পেছনের ইতিহাস, এ অঞ্চলে মুসলিম শাসনের উত্থান, এবং মুসলমানদের শেকড় খুঁজে বের করার লক্ষ্যে লেখক আমাদের অতীত ও তার ধ্বংসাবশেষ নিয়ে গভীর অনুসন্ধান করেছেন। এটি কেবল একটি ইতিহাস গ্রন্থ নয়, বরং আমাদের আত্মপরিচয়ের একটি দলিল, যেখানে বাংলার মুসলমানদের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে।