ইসলাম একটি দাওয়াতি দ্বীন, যার ভিত্তি হলো আল্লাহর পথে আহ্বান। ইসলামের অনুসারীরা যেখানেই গিয়েছেন, সেখানে তারা দাওয়াতের মাধ্যমে সত্যের বার্তা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার এই দাওয়াতি প্রচেষ্টা অত্যন্ত পছন্দ করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন নিজেদের জীবন উৎসর্গ করে দাওয়াতের কাজে নিয়োজিত ছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে বিশ্বব্যাপী ইসলামের বিস্তার ঘটেছে। দাঈগণ সবসময় দাওয়াতি প্রতিবন্ধকতাগুলো দূর করে নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছেন। তারা সময়ের চাহিদা ও পরিস্থিতির আলোকে দাওয়াতের কৌশল নির্ধারণ করে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আজ যে ভূমিতে মুসলিম পরিচয়ে বসবাস করছি, সেটিও সম্ভব হয়েছে দাঈদের ঐতিহাসিক প্রচেষ্টা ও নিরলস শ্রমের ফলে। কিছু ইসলামবিদ্বেষী প্রচার করে যে ইসলামের বিস্তার ঘটেছে তরবারির জোরে। এটি একটি ভিত্তিহীন দাবি। প্রকৃতপক্ষে, ইসলামের প্রসার ঘটেছে দাঈদের মেধা, প্রজ্ঞা এবং ক্লান্তিহীন শ্রমের মাধ্যমে। তাদের আন্তরিক প্রচেষ্টাই ইসলামের সৌন্দর্যকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে।