বর্তমানে আমরা দেখছি যে, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে দুর্বল, বিভক্ত এবং পতিত জাতি হিসেবে পরিণত হয়েছে। তারা রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব হারিয়েছে এবং ইসলামের আদর্শ থেকে অনেকটাই দূরে সরে গেছে। এটা কেন হয়েছে? এর মূল কারণ কী? কীভাবে মুসলমানরা তাদের হারানো শক্তি, গৌরব এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে, ইতিহাসবিদ আকবর শাহ খান নে তাঁর বই "মুসলিম উম্মাহর অধঃপতন"-এ বিস্তারিত আলোচ্য বিষয় তুলে ধরেছেন।