ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে মানবজীবনের প্রতিটি দিকের জন্য বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেছে। রাষ্ট্রীয় জীবনও এর ব্যতিক্রম নয়। ইসলামের আলোকে একটি রাষ্ট্রের নীতি কী হওয়া উচিত, রাষ্ট্রপ্রধানের গুণাবলি ও দায়িত্ব কী, এবং তার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পদ্ধতি কেমন হওয়া উচিত—এসব বিষয় নিয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শুরার ভূমিকা, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের শরিয়াহর সঙ্গে সামঞ্জস্য, জনগণের রাষ্ট্রের প্রতি দায়িত্ব, এবং শরিয়াহর দৃষ্টিতে রাষ্ট্রপ্রধানের কাজের সীমারেখা সম্পর্কেও ইসলাম বিশদ নির্দেশনা প্রদান করেছে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত জানতে ও উপলব্ধি করতে শরিয়াহর আলোকে রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজনীয়। ইনশাআল্লাহ, এই বিষয়গুলোর উপর আলোচনার মাধ্যমে আমরা একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারব।