ইসলামি জীবনব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন সম্ভব রাষ্ট্রের মাধ্যমে। দাওয়াহ যেখানে আইন প্রয়োগে ব্যর্থ হয়, রাষ্ট্র সেখানে কার্যকর ভূমিকা পালন করে। এজন্য ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা একটি অপরিহার্য বিষয়। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সক্রিয় রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও প্রতিষ্ঠিত স্বার্থান্বেষী ও বিরোধী শক্তিগুলো এর তীব্র বিরোধিতা করে। তাদের অন্যতম লক্ষ্য হলো বিভ্রান্তি ছড়িয়ে মুসলিম যুবসমাজকে রাজনীতি থেকে দূরে রাখা এবং মুসলমানদের নেতৃত্বের অবস্থান থেকে সরিয়ে দেওয়া। উসতাজ ইউসুফ আল-কারজাভি (রহ.) তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন মুসলিম উম্মাহর পুনর্জাগরণের জন্য। তিনি সবসময় সেক্যুলার ও ইসলামবিরোধী শক্তির মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন। তাঁর রচিত ইসলাম ও রাজনীতি গ্রন্থটি মূলত এই প্রচেষ্টারই প্রতিফলন। এ বইটি সন্দিহান মুসলিম যুবসমাজের জন্য হতে পারে একটি শক্তিশালী পথনির্দেশিকা এবং একইসাথে সেক্যুলারদের সঙ্গে চলমান বুদ্ধিবৃত্তিক সংঘর্ষে ইসলামপন্থিদের চিন্তাচর্চার জন্য একটি বলিষ্ঠ দলিল।