ফাহমিদ-উর-রহমানের হজ কাহিনি যেন একটি ছবির অ্যালবাম—যেখানে তার রুহানি এবং সাংস্কৃতিক যাত্রা জীবন্ত হয়ে উঠেছে। এই গল্পে মিশে আছে নানা রকমের মানুষ, মনোমুগ্ধকর দৃশ্যপট, এবং গভীর আত্মিক অনুভূতির এক বিশাল ক্যালাইডোস্কোপ। লেখক চেষ্টা করেছেন হজের অভূতপূর্ব সৌন্দর্য, রূপ, রং, গন্ধ ও অভিজ্ঞতাকে শব্দের জালে বাঁধতে। এই বই এমনভাবে লেখা হয়েছে যে, হজে গিয়েছেন বা যাননি—সবাই যেন লেখকের এই বিশেষ যাত্রার সঙ্গী হতে পারেন। ফলে লেখকের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে পাঠকেরও অভিজ্ঞতা, যা একসাথে অনুপ্রাণিত ও মুগ্ধ করে।