ইসলামি আকিদা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে এবং বিভাজন থেকে রক্ষা করে। এর মূল কথা হলো, বিশুদ্ধ তাওহিদ ও শুদ্ধ সুন্নাহর ওপর ভিত্তি করে ঐক্যবদ্ধ থাকা, পৃথিবী আবাদ করা এবং আখিরাতে মুক্তি নিশ্চিত করা। তবে দুর্ভাগ্যজনকভাবে, এই আকিদার ব্যাখ্যা ও বিশ্লেষণ অনেক সময় মুসলিম উম্মাহর বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আকিদার কিছু শাখাগত, গৌণ ও অনিবার্য বিষয়কে ইসলামের মূল চেতনার পরিবর্তে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ বিরোধ প্রকট আকার ধারণ করেছে, যা কুরআন ও সুন্নাহর নির্দেশিত পথের বিপরীত। তবে তাওহিদ বনাম শিরক এবং সুন্নাহ বনাম বিদআতের মতপার্থক্য বরাবরই ছিল, এবং তা অনিবার্য ও দোষণীয় নয়। ইসলামি আকিদার দুটি দিক রয়েছে। প্রথমত, মৌলিক ও প্রায়োগিক আকিদা, যা সরল ও সহজবোধ্য। এটি ইসলামের কালিমার মতোই স্পষ্ট এবং প্রতিটি মুসলিমের জন্য জানা ও মানা অত্যাবশ্যক। দ্বিতীয়ত, শাখাগত ও অমৌলিক আকিদা, যা তুলনামূলকভাবে জটিল এবং এতে প্রচুর মতপার্থক্য রয়েছে। এ ধরনের বিষয় সব মুসলিমের জন্য আবশ্যক নয়; বরং এটি আলেম ও বিশেষজ্ঞদের জন্য সীমাবদ্ধ। ইসলামের মৌলিক আকিদা নিয়ে গ্রন্থসমূহে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এর লক্ষ্য হলো, মুসলিম উম্মাহকে ইসলামের মূল বিশ্বাস সম্পর্কে অবগত করা এবং অনর্থক মতবিরোধ থেকে মুক্ত রাখা।