লোকে বলে মানুষের প্রতিটি প্রেমই নাকি প্রথম প্রেম। ইজাজের ধারণা ও এতদিন তাই ছিল। কিন্তু প্রেমের আশায় পর পর তিনটা ধাক্কা তাকে নারীবিদ্বেষী বানিয়ে দেয়। প্রথম প্রেমিকা অভিনেত্রী অপি করিমের নামে নাম। অপরাজিতা অপি। তার জীবনের প্রথম নারী স্পর্শ, নারীর আঙুল বুঝি শিমুল তুলোর এমন কোমল আর সাপের মতো হিম হয়! তারপর কী এমন হলো যে—মজনু হতে গিয়ে যুবকটা সীমার হতে চাইল!