বাসে সফর করছিলেন আইরাহ নওরিন। তার পাশে বসেছিলেন একজন পুরুষ। তার কাছে বাসভাড়া দেওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না, তাই আইরাহ ভাড়াটি মিটিয়ে দেন। বাস থেকে নামার পর সেই পুরুষটি ব্যাংক থেকে টাকা তুলে আইরাহকে ফেরত দিতে চায়। তারা তখন একটি চায়ের দোকানে বসেন। সেখানেই আলাপচারিতার মাধ্যমে আইরাহ জানতে পারেন যে তিনি তরুণ প্রজন্মের বিশিষ্ট কবি মাহতাব ইবনে শাফায়ত। মাহতাবের লেখা দুটি বই আইরাহ আগেই পড়েছেন। তবে মাহতাব একাকীত্ব নিয়ে লেখেন বলে তার কবিতার প্রতি আগ্রহ তেমন ছিল না। কিন্তু সেদিন মাহতাবের সাথে কথা বলে আইরাহ মুগ্ধ হয়ে যান। সেই সাক্ষাৎকারের পর থেকে আইরাহ মাহতাবকে নিয়ে ভাবতে শুরু করেন। একে একে মাহতাবের সব বই পড়ে ফেলেন এবং তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে থাকেন। এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে তার বিয়ে ঠিক হয় নাভিদ নামের এক যুবকের সাথে। নাভিদকে আইরাহের ভালো লাগত না, কারণ তার মনের গভীরে মাহতাবের ছায়া বাসা বেঁধেছিল। তবে তিনি দোটানায় ছিলেন—মাহতাব কি তাকে মনে রেখেছে, নাকি ভুলে গেছে? বিয়ের ঠিক দশ-বারো দিন আগে মাহতাবের নতুন একটি বই প্রকাশিত হয়, নাম 'আইরাহ'। বইয়ের নাম দেখে আইরাহ হতবাক হয়ে যান। এরপর কী ঘটে? আইরাহ কি নাভিদকে বিয়ে করেন, নাকি মাহতাবকে খুঁজে বের করেন? গল্প এখান থেকেই নতুন দিকে মোড় নেয়।
এক কথায় এই ই-বুকটা আরামদায়ক। সাবলীল দেখেই হয়তো পড়ে মনের আরাম পেয়েছি। নওরিন এর অপেক্ষা আর তাঁর শেষটা একদম মন শান্ত করে দিয়েছে। সাধারণভাবে লেখা একটা গল্প, অথচ কি যে সুন্দর!
Read all reviews on the Boitoi app
ভালোবাসা🤍🤍
প্রিয়দের মাঝে একটি 🫶🏿 মাশা আল্লাহ
"অপেক্ষায় প্রণয়"! নাম'টা সুন্দর! ঠিক তেমন সুন্দর গল্পটাও। একজন লেখক আর একজন পাঠিকার ভালোবাসার গল্প। নায়িকা হলো "আইরাহ নওরিন" আর নায়ক "লেখক মাহতাব ইবনে শাফায়ত"। হুট করে তৈরি হওয়া অনুভূতি এবং ভালোবাসার গল্প। এই গল্পের অনেককিছুই ভালো লেগেছে। একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য যেভাবে ছুটেছে। ভালোবাসা কি বলে কয়ে আসে? ভেবেছি নওরিন আর নাভিদের বিয়ে'টা হয়ে গেলো বলে!! কিন্তু মোড় ঘুরিয়ে দিলো। এই গল্পে অনেক লাইন আমার ভালো লেগেছে। তার মধ্যে "অপেক্ষা কি জানো?" এই কথার উত্তরে বলা কথাটা ভাল্লাগছে। গল্প'টা এতো মার্জিত শব্দে লিখা হয়েছে যেটা আরও আকর্ষণ করে তোলে! পার্সোনালি এটা আমার আমার কাছে সেরা গল্প মনে হয়েছে..!!🫶🫶 এমন আরও গল্প চাই লেখিকার কাছ থেকে 🥹🫶
আমি জাস্ট বাকরুদ্ধ। অনেক গল্প পড়েছি তবে এমন কনসেপ্ট আর এতটা মার্জিত কমই পড়েছি। একদম বাড়িয়ে বলা না। গল্পে থাকা কবিতার লাইন গুলো অসাধারণ। আর কিছু লাইন যেমন-অপেক্ষা কি জানো?' 'না।' 'এক মুঠো বিষাদ নিয়ে, এক আকাশ অনিশ্চয়তা নিয়ে কারো আশায় থাকার নামই অপেক্ষা। আমার প্রিয় হয়ে থাকবে। আগামীর জন্য অপেক্ষা ও দোয়া রইলো বস।🖤🫶
ফাটাফাটি হয়েছে 🥹🥹
খুব সুন্দর বই ।সবাই পড়ছে পারেন।
মাশাল্লাহ মাশাল্লাহ। অসাধারণ সুন্দর হইছে মাইয়া। একদম ভিন্ন প্লটের কাহিনি। দারুননন ছিল এককথায়। 🥹 মাহতাব ইবনে শাফায়ত আর আইরাহ নওরিন! নামগুলো এতো দারুনন। একদম ভিন্ন! 🥹 ওদের প্রথম দেখাটা কি অমায়িক! মাহতাব যখন পরিচিত হলো নওরিনের সাথে কি দারুনন তার হাসি! ফিদা হয়ে গেছি ভাই! 🥹 মাঝখানের তাদের অপেক্ষা করাটা অসম্ভব ভালো লেগেছে। দুইজন কি সুন্দর কারো সাথে যোগাযোগ না করেও অপেক্ষায় ছিল! 😌 তার মাহতাবের লেখা আইরাহ বইটা! 🥹 ভাইইইইইই! নামটা শুনেই অর্ধেক গলে গেছি।😩 কিন্ত তাদের জীবন নিয়ে একটু কষ্ট হচ্ছিল। যখন দুইজন এক হলো তখন আর খারাপ লাগে নাই।😌 মনে হয়েছে, এবার পরিপূর্ণ! 🫶 আইরাহ এর চলে আসাটা কি সুন্দর ছিল!🥹 অবশেষে তাদের দুজনের জন্য ভীষণ শুভকামনা রইলো।🤭 ভালো থাকুক তাদের ভালোবাসা একে অপরের সাথে। 😌🫶 আরেকটু বেশি দিলে ভালো হতো। বাসর রাতটা দেখার অপেক্ষায় ছিলাম।😑 প্রিয় লাইনঃ "এক মুঠো বিষাদ নিয়ে, এক আকাশ অনিশ্চয়তা নিয়ে কারো আশায় থাকার নামই অপেক্ষা।" ~~মাহতাব ইবনে শাফায়ত!🥺 তোমাকেও শুভকামনা মাইয়া। অনেক অনেক ভালোবাসা রইলো।🥹 আরোও অনেক দূর এগিয়ে যাও। 😌 চু'মু।🤭😘😘 রেটিংঃ৫/৫ আমি, তোমার মা আহানা।😩🙈
গল্পটা খুবই সুন্দর৷ নওরিনের মাহতাবের কথোপকথন, দেখা হওয়া সব কিছু মিলিয়ে একটি অসাধারণ কাহিনি৷