বহির্বিশ্বের আক্রমণের পর, মিশু অণুমানব রানারসহ একটা গোলটেবিল বৈঠকে বসলো। প্রথমে সবাই আপত্তি তুললেও ধীরে ধীরে সবার মগজে ঢুকল, মিত্র না বানালে বাকি বিশ্ব থেকে যে আঘাত আসবে, তাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 'নভো সংঘ' তৈরির উদ্দেশ্যে মিশু নিজ গ্রহের বাইরে পা রাখতেই টের পেল, মিত্র তৈরি থেকে গোটা বিশ্বপরিমণ্ডলে ব্যাপক জটিলতা আছে। এমনকি প্রাণ খোয়ানোরও ভয় আছে। কী হবে সামনে? পড়ুন আন্তজাগতিক মাহেন্দ্রক্ষণ।