“তুমি আরেকটু অগোছালো হয়ে থেকো। চুল ছেড়ে রাখার বদলে একটু হাত খোপা বাঁধো, আমি সময়ে-অসময়ে তোমার খোপায় একটা বেলি ফুল গুঁজে দেবো। তোমার স্নিগ্ধতাটা দেখবো আমি।” “তুমি আরেকটু অগোছালো হয়ে থেকো। তোমার কপালের নড়ে যাওয়া টিপের জায়গায় আমার ভালোবাসার স্পর্শ রেখে যাবো।” “তুমি আরেকটু অগোছালো হয়ে থেকো। তোমার এলোমেলো শাড়ির আঁচলটা ঠিক করার অনুমতি দিও আমায়।”