আঠারো বছরের জীবনে প্রতিটি চ্যালেঞ্জে আমি জিতেছি। একসময় ঝড়ের মতো প্রেম এলো, পরিপাটি আমাকে এলোমেলো করে দিয়ে গেল। কিন্তু এবারের চ্যালেঞ্জ অনেক কঠিন—অসামান্য সেই মানুষটার হৃদয়জুড়ে ছিল অন্য কারো নাম। সেটা জেনেও, নিজের সর্বস্ব বাজিতে লাগিয়ে দিলাম। তাকে জয় করতে যা ঠিক মনে হলো, তাই করলাম। অবশেষে জিতলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, মানুষের মন আর কোনো ধাতব মেডেল এক নয়। মেডেল জেতা যায় মেধা আর কৌশলে, হৃদয় জয় হয় সততায়। — অদ্বিতা
"সব সময়ের মতোই অসাধারন হয়েছে উপন্যাসটা।আপনার প্রতিটি উপন্যাসই পড়লে মন ছুঁয়ে যায়!"
ভালো।তবে একটু অপরিণত লেখা মনে হয়েছে লেখকের অন্যান্য লেখার তুলনায়। একটু স্টার জলসা/প্লাস এর সিরিয়াল এর মত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। লেখক নিশ্চয়ই আরো চমৎকার লেখা উপহার দিবেন আমাদের।
Read all reviews on the Boitoi app
প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভালো লাগা নিয়ে এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।
সব সময়ের মতোই অসাধারন হয়েছে উপন্যাসটা।আপনার প্রতিটি উপন্যাসই পড়লে মন ছুঁয়ে যায়!
খুবই ভাল লেগেছে, মন ভাল হয়ে যাবে শেষে ❤️
বরাবর এর মতোই অসাধারণ গল্প !!
অসাধারণ... খুবই ভালো লেগেছে..