প্রেম এক অমোঘ আকর্ষণের নাম। আর নারী-পুরুষ একে-অপরের বিকর্ষণ। দু'জন বিপরীত স্বভাবের মানুষ তারা। হঠাৎ জড়িয়ে যাওয়া অবধারিত প্রণয়ের পরে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার চেয়ে অস্বস্তিকর ব্যাপার আর কী হতে পারে? কথায় আছে, সব প্রেমের প্রণয় হয় না। আবার সব প্রণয়ের সংসার হয় না। কিন্তু দু'জন বিপরীত মেরুতে অবস্থানকারী নারী-পুরুষের প্রণয়ের পর সংসার নয়, বরং মধুর এক প্রেমের সম্পর্ক হয়েছিল। সব প্রণয়ের সংসার হতে নেই। প্রেমও মাঝেমধ্যে অদ্ভুত সুন্দর ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্যই মেজর আরবিন আল তৈমুরের অর্ধাঙ্গিনী রিদি বিনতে সোহরাব তাকে বলেছিল, “সব প্রণয়ের তো সংসার হয়। আমাদের নাহয় প্রেম-ই হোক।” মেজর আরবিন তা নির্দ্বিধায় মেনে নিয়ে জবাব দেয়, “তাই-ই হোক, ম্যাডাম।”
"অসাধারণ হয়েছে। রিদি জেদ করে বিয়ে করার পড়েও আরবিনের প্রেমে পড়ে গেলো অতি অল্প সময়ে।সুন্দর একটা রোমান্টিক গল্প।গল্পটা রোমান্টিক হলেও সামাজিকতা ধরে রেখেছে। লেখিকার লেখার ধরন, গল্পের প্লট সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তো-পড়তে,পড়তে এতোটাই ডুবে গেছি যে,আমার মনে হয়-যদি গল্প শেষ না হতো তাহলে আরও ভালো হতো।"
সত্যিই ভীষণ ভালো লাগলো গল্পটা। আপুর লেখা চমৎকার। রিদির সত্যি যথেষ্ট ধৈর্য আছে। দুজনেই দারুণভাবে দুজনকে আপন করেছে। ❤️
Read all reviews on the Boitoi app
ঝিলিই বরাবরই দারুন লেখে। অন্যবদ লেখনীর প্রেমে পড়ি বার বার। সেখানে পছন্দের জুটি ঘাড়ত্যাড়া দুটোকে নিয়ে লেখা বইটা আমার পছন্দের একটি। আরবিদ রিদি নামক দুটি চরিত্রের প্রত্যেকটা কথোপথকন আমার হৃদয় কাড়ে!! আরবিনের দুস্টু মিস্টি কথা, রিদির তেজ মিশানো প্রত্যেকটা কথা মিসস করবো। মনে পড়লে টুক করে এসে পড়ে যাবো, ভালোবাসা যেনো মেয়ে!! তোমার।যত্ন করে লিখা বইটা রত্নের মতো আগলে রেখে পড়বো। ফের বলছি ভালোবাসি অনুরেখা❣️
❤️❤️❤️
💖💖
এক কথায় অসাধারণ আপু। এটা তোমার প্রথম ই-বুক পরবর্তীতে আরো অনেক আসবে ইনশাআল্লাহ,, সামনে এগিয়ে যাও শুভকামনা রইল।
সেই লিখছেন আফু। আরো এগিয়ে যান পিও। আপনে যেমন ঘাউড়া; আপনার তৈরি করা চরিত্রগুলোও সেরকম ঘাউড়া।🙄 একটা চুম্মা নেন।😘
এতো সুন্দর 😭😭😭😭😭😭🦋🦋🦋🦋
অসাধারণ হয়েছে। রিদি জেদ করে বিয়ে করার পড়েও আরবিনের প্রেমে পড়ে গেলো অতি অল্প সময়ে।সুন্দর একটা রোমান্টিক গল্প।গল্পটা রোমান্টিক হলেও সামাজিকতা ধরে রেখেছে। লেখিকার লেখার ধরন, গল্পের প্লট সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তো-পড়তে,পড়তে এতোটাই ডুবে গেছি যে,আমার মনে হয়-যদি গল্প শেষ না হতো তাহলে আরও ভালো হতো।
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।
"নিষিদ্ধ শব্দের পত্রলিপি" একটি রোমান্টিক ধাঁচের গল্প, যেখানে পাষাণ এবং বেপরোয়া সেনা সদস্য আরবিন প্রথমে বাধ্য হয়ে রিদির সঙ্গে বিয়ে করে। রিদি তার জেদ ধরে আরবিনকে সঠিক পথে আনার জন্য বিয়ে করে, কিন্তু ধীরে ধীরে সে নিজেও আরবিনের প্রেমে পড়ে। আরবিন, শুরুতে রিদির প্রতি কোনো অনুভূতি রাখেনা, সময়ের সাথে তার উপর দুর্বল হয়ে পড়ে। গল্পের মাধ্যমে লেখিকা চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এবং তাদের সম্পর্কের গভীরতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটি এমন একটি গল্প যেখানে প্রেম, জেদ, এবং সম্পর্কের জটিলতা অতি সাবলীলভাবে ফুটে উঠেছে