মহুয়া একটি ফুলের নাম, ঠিক তেমনই এটি একটি নেশা জাতীয় দ্রব্যের নামও। মহুয়া যেমন মানুষের মস্তিষ্কে নেশা ধরায়, ভালোবাসাও তেমনই একটি নেশা। ভালোবাসার নেশা খুব বড় নেশা। একবার কেউ এই নেশায় আক্রান্ত হলে, সে আর সহজে নেশামুক্ত হতে পারে না। মহুয়ার নেশা যেমন তীব্র, ভালোবাসার নেশাও ঠিক তেমনই গভীর। যেমন নেশায় ডুবে আছে প্রিয়তি-রিদু, তিথি-রকিব, ফয়সাল-হৃদি। হয়তো প্রিয়ম আর প্রেমা ভালোবাসার নেশায় ডুবতে পারেনি। তবে হয়তো তাদের জীবনেও একদিন প্রেমের রঙ আসবে। সবার জীবনে ভালোবাসার নেশা হওয়া প্রয়োজন। কারণ ভালোবাসা পৃথিবীর শুদ্ধতম অনুভূতির আরেক নাম।
সমাজের বাস্তব অথচ অগ্রহণযোগ্য বিষয় এত সুন্দর করে লিখেছে আপু❤️
Read all reviews on the Boitoi app