শিখার অগ্নিশিখার মতো ভয়ানক প্রেমের মূল্যস্বরূপ প্রেমিকের কাছে উপহার পায় নিষিদ্ধ পল্লীর বিভীষিকাময় জীবন। যাকে ভালোবেসে হৃদয়ের দেবতা করে তুলেছিল, তার দেওয়া উপহারের বিষে জন্ম নেয় এক মানব শিশু। বেসামাল, সাইকো, অশিষ্ট প্রেমিক শৌভিক নিজের জীবনের অমূল্য প্রেম সুপ্তিকে খুঁজে পায়। কিন্তু সেই সুপ্তিকে কতটুকু ভালোবাসে, সেটা প্রকাশ করতে গিয়ে ক্রমেই সুপ্তির চোখে বিষাক্ত ফণীরূপে বেড়ে উঠতে থাকে। এরপর কী হয়? শৌভিক কি সুপ্তির মন জয় করতে পারে, নাকি শিখা প্রেমিকের প্রতারণার প্রতিশোধ নিতে সক্ষম হয়? এমনই সামাজিক, প্রেম ও সাইকোপ্যাথ কাহিনী নিয়ে সাইকো প্রেমিকের গল্প 'হৃদয়ের ব্যকুলতা' উপন্যাসটি গড়ে ওঠেছে।
Kub kosto laglo
Read all reviews on the Boitoi app
এককথায় গল্পটা একদম অন্যরকম। শৌভিক শিক্ষিত হয়েও অশিক্ষিত। প্রত্যেক মানুষের একটা সময়ের পর নিজের স্ব বিচার বিবেচনা থাকা উচিৎ।কোনোভাবেই অন্যের কথায় অন্ধবিশ্বাস করা উচিৎ নয়। সুপ্তি অন্যের ভুলের স্বীকার।মানসিক ,শারীরিক, যন্ত্রণায় যে কেউ পাগল হয়ে যাবে,সুপ্তির ক্ষেত্রে ব্যতিক্রম নয়। চাইলে শৌভিক মায়ের কথায় প্ররোচিত না হয়ে সুপ্তির বাবার ওপর অন্যভাবে প্রতিশোধ নিতে পারত।এখানে শৌভিকের আরও বেশি শাস্তি প্রাপ্য ছিল।সুপ্তির সাথে যে অমানবিক অত্যাচার হয়েছে সেটার থেকে শারীরিক ভাবে মুক্তি পেলেও মানসিক ভাবে মুক্তি পাওয়া খুব কঠিন। একজনের করা ভুল অন্যজন মাশুল গুনলো। সবশেষে এটাই বলবো বিচার বিবেচনা এমন একটা জিনিস যেটা সহজে অন্যের দ্বারা পরিচালিত হলে জীবন শৌভিকের মত বিভীষিকা হবে।
গল্পটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো!
হৃদয়ের ব্যাকুলতা গল্পটি পড়ে আমি স্তব্ধ হয়ে গেছি, ভাষা হারিয়ে ফেলেছি নিজের অনুভূতিকে প্রকাশ করার জন্য। সুপ্তির জন্য ভীষণ খারাপ লাগছে ,গল্পটা না পড়লে সেটা বোঝা যাবে না। তবে মা বাবার কৃতকর্ম ভালো কি মন্দ, তার প্রভাব পড়ে তার সন্তানদের ওপর। সুপ্তির জীবন পড়লে সেটা বোঝা যায় এই গল্পে। ভাগ্যচক্র কাকে কিভাবে শাস্তি দেয় আর ভাগ্যচক্রের ফেরে কোন কর্মের কিরূপ ফল কিভাবে কার সামনে কখন এসে দাঁড়াবে হৃদয়ের ব্যাকুলতা গল্পটি তার প্রকৃষ্ট উদাহরণ। সবাইকে পড়ার জন্য অনুরোধ রইল।
গল্পটা সুন্দর। শেষটা খুব কষ্টের ছিল। আমি ভেবেছিলাম সুপ্তীর বাবা বুঝি নির্দোষ ছিল। কোন কারনে যেতে ব্যর্থ হয়েছিল।
Ek tane sompurno pore sesh korlm osadharon chilo...kede felechi 🥺
এক টানা পড়ে শেষ করলাম ই-বুকটি... আপুর লেখা আমার খুব ভালো লাগে তবে এই ই-বুকটি পড়ে ভীষণ মন খারাপ লাগছে....ভালোবাসায় যেমন শিখার জীবন নষ্ট হয়েছে... তেমনি শৌভিক তার মূল্য দিয়েছে.... অপরদিকে নিরপরাধ সুপ্তিও অন্যের অপরাধের মূল্য চুকিয়েছ...শৌভিক আর সুপ্তির এই গল্পটি একটি দীর্ঘশ্বাসের নাম..বুকের ভীতর হাহাকার বয়ে যায়.....কোনো একদিন আবার শৌভিক আর সুপ্তি কে চাইবো আপনার লেখায়.... ভালোবাসায় পূর্ণতায়...❤❤❤
আপু এই গল্প কিনে আজকে এক টানে পড়া শেষ করেছি। প্রথমে শৌভিকের উপর রাগ হলেও পরে ওর জন্য কেঁদেছি 😔 । আর সুপ্তির জন্য আমি বাকরুদ্ধ 😔