বিথি নামের এক চঞ্চলা বাংলাদেশি কিশোরী পুলিশি হেফাজতে পিতার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে। এলোমেলো হয়ে যায় সবকিছু। বিথি ও তার পরিবার মানসিক ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে যায়। পরিবারের ভাগ্য উন্নয়নের চিন্তায় সে র্যাকেট চক্রের ফাঁদে পড়ে পাচার হয় ভারতে। আন্তর্জাতিক নারী পাচার চক্রের দ্বারা শোষণ-নিপীড়নের শিকার হয়। ক্রমাগত সম্মুখীন হয় নানা বিভৎস ও দুঃসহ ঘটনার। কী সেই বিভৎস ঘটনা, তা জানতে পড়ুন সীমান্ত উপন্যাসটি।