"সিফাত" নামটা শুনলেই প্রিয়মের বুকের ভেতরটা কেঁপে ওঠে। হৃদয়ের পিন্ডে ধুপধাপ শব্দ হয়। চোখ দুটো বেহায়া হয়ে যায়। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে মানুষটার পানে। কি আছে ওই মানুষটার মধ্যে? জিজ্ঞেস করলে প্রিয়ম জবাব দিতে পারে না। শুধু এই টুকু বলতে পারবে, “মানুষটিকে সে ভালোবাসে। ভীষণ ভালোবাসে। কোনো কারণ ছাড়াই ভালোবাসে।” "আসছে, আসছে। প্রিয়ম, সে আসছে।"
এটা আবার কি গল্প,, এ গল্পের আগা আছে গোড়া নাই এমন টাইপ,, গল্পটা একদম বাজে,,, প্রথম দিয়ে তো ভালোই লাগছিলো কিন্তু আর নাই বা বলি অযথা টাকা নষ্ট করলাম এ বই কিনে,,,আমার পড়া অন বাজে গল্প এটা😶
Read all reviews on the Boitoi app