বইটিতে লেখক প্রায় তিরিশ বছর বিভিন্ন পদে কাজ করেও নিজেকে বাংলাদেশের আইসিটি বাজারের একজন সেলসম্যান বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং শেখানো হলেও কোনো বিশ্ববিদ্যালয়ে সেলসম্যানশিপের ওপর কোনো কোর্স নেই। অথচ সেলসম্যানশিপ ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না। কোম্পানির পণ্য বা সেবা বিক্রির জন্য প্রয়োজন সঠিক সেলসম্যানশিপ। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে ক্যারিশম্যাটিক একজন সেলসম্যান ব্যবসার জন্য ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। কাজ করতে গিয়ে ভুল হলে তা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। লেখকের দীর্ঘ কর্মজীবনের কিছু অভিজ্ঞতা কাহিনিসহ সংযোজিত করা হয়েছে এই বইয়ে, একই সঙ্গে তিনি কী শিখেছেন, তাও লিখেছেন। লেখকের মতে, আমরা সবাই কোনো না কোনোভাবে সেলসম্যান। বাসা সামলাতে, অফিস সামলাতে, ক্লায়েন্ট সামলাতে—আমরা সেলসম্যানের কাজ করি, সেটা বুঝে বা না বুঝে। ভুলগুলো শুধরে নেই, সঠিকগুলো বেছে নিই। দিনশেষে যা সেল করলাম, তার টাকা না পাওয়া পর্যন্ত সেলস শেষ হয় না। অন্যদিকে, ব্যক্তিজীবনে টাকা বড় কথা নয়; বরং সমস্যা সমাধান না হলে কাজ শেষ হয় না। যারা ব্যবসায় সেলসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, তাদের জন্য বইটি কোনো না কোনোভাবে কাজে লাগবে।