তাসফির সাথে রূপার বিয়েটা পরিবার থেকেই ঠিক করে রাখা হয় অনেক আগেই। তাদের ভয়, এখন যদি মেয়েটা তাদের ছেলের জায়গায় অন্য কাউকে মন দিয়ে বসে? তাছাড়া তাসফি যে রূপাকে চোখে হারায়, সেটাও পরিবারের কারোর অজানা নয়। তখনই পরিবারের সবাই ঠিক করে, তাসফির সাথে বিয়ের কথাটা যে করেই হোক রূপার কাছে পৌঁছাতে হবে। হলোও তাই। রিফার বিয়ে হয়ে যখন বাড়ি ছাড়ল, তখনই সবাই কথায় কথায় জানিয়ে দিলো কথাটা ওকে। কিন্তু হুট করে পরিবার থেকে এমন সিদ্ধান্ত যেন মেনেই নিতে পারল না রূপা। তাছাড়া ওর ভয়, তাসফির রাগ, জেদ, অভিমানকে রূপার বড্ড ভয়। নিজের সংশয় নিয়ে বলেই ফেলে, “কিছুতেই তাসফি ভাইয়াকে বিয়ে করবে না!” কিন্তু তাসফি হাল ছাড়তে চাইল না। পারিবারিক সিদ্ধান্ত, অথচ নিজের ভালোবাসায় রূপার সংশয় কাটাতে মগ্ন তাসফি! এক নিখুঁত প্রেমের সুখী গল্প!
এই ই-বুকটি পড়া হয়েছে সেই অনেক আগেই।এখনো রেশ কাটেনি।কোনো ভাবেই তাসফি-রূপাকে ভুলতে পারছি না।মনের মধ্যে একদম গেঁথে আছে যেন।এই জুটিটা, এত পছন্দের।তাসফির ব্যক্তিত্ব,রূপার দুষ্টুমী, কাজিন মহল,,সব এত নিখূত সুন্দর লাগে।লেখিকা বরাবরই ভালো লিখেন।এই ই-বুকটাও যেন সেরা ছিল।একটা সুখ সুখ গল্প,প্রেম কাহিনী।এত মিষ্টি...💘
Read all reviews on the Boitoi app