ইউনিভার্সিটির প্রফেসরের জায়গায় চাচাতো ভাইকে দেখে আঁতকে উঠলাম— ফেসবুকের গল্পে বহুল ব্যবহৃত একটা বাক্য। কিন্তু গল্পের বাক্য উঠে এসে আমার চোখের সামনে জ্বলজ্বল করবে তা যে আমার কল্পনায়ও ছিল না। হ্যাঁ‚ গল্পটা আমারই অথচ ঢাকঢোল পিটিয়ে কখনো কাউকে বলা হয়নি। জানানো হয়নি‚ বুকের মধ্যে তোলপাড় চালানো এক ইস্পাত-দৃঢ় মনের যুবকের কথা।
Read all reviews on the Boitoi app