"তুমি কেন আমাকে এত বড়ো দিব্যি দিয়ে গেলে, চারু? আমি কি এক জীবন তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারতাম না? খুব পারতাম। এই তো ছোট্ট একটা জীবন। দেখতে দেখতে ঠিক কেটে যেত। তুমি জানো না, চারু… প্রতিনিয়ত অনুতাপের আগুনে জ্বলছি আমি। ভালোবাসি তো। তোমাকে ঘিরে আমার অনুভবে লুকানো ভালোবাসা বুঝতে এত দেরি করে ফেললাম কেন! ইশ… আমি যদি ভুল করেও বুঝতে পারতাম। তুমি আমার কতটা জুড়ে আছো। তুমি কেন আমার অনুভবে লুকানো ভালোবাসা হয়েই রইলে, বলো তো? তোমার কথা রাখতে তরীকে তো বিয়ে করলাম। আমি কিন্তু ওকে স্ত্রীর অধিকার দিতে পারব না, চারু। ওর সমস্ত দায়িত্ব, কর্তব্য সারাজীবন হাসিমুখে পালন করব আমি। কিন্তু ওকে কখনো তোমার জায়গা দিতে পারব না। তুমি আমাকে এ কোন পরীক্ষা ফেলে দিলে?" শ্রাবণ কী পারবে চারুর স্মৃতি ভুলে তরীকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিতে?
Darun
Read all reviews on the Boitoi app