"মিস্টার কমান্ডার, আই হেইট ইউ! আপনি কীভাবে আমাকে এভাবে ভুলে যান? আমার আপনাকে কেন মনে পড়ে? ডিয়ার কমান্ডার, আই মিস ইউ ভেরি ব্যাডলি। প্লিজ, কাম অ্যান্ড কিস মি মোর। গভীরভাবে আপনার স্পর্শ মিস করছি।" জিয়ান মুচকি হেসে নয়নার ফোনে ভিডিও কল করল। নয়না সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেজা চুল থেকে টুপটুপ করে বিন্দু বিন্দু জল ঝরছে। নয়নাকে তখন অদ্ভুত মোহনীয় লাগছিল। কল রিসিভ করতেই জিয়ান বলে, "হায় মে মারজাওয়া! এতটা সুন্দর বিবি! উফফ বৌজান, তুমি তো হৃদয় হরণ করে নিলে! এই যে, এখন তোমাকে গভীরভাবে আদর করতে ইচ্ছে করছে—এই দায় কে নেবে, হু?" নয়না লজ্জায় মুখ ঢাকল ওড়নার আঁচলে। অসাবধানতাবশত বুকের ওপরের ওড়না সামান্য সরে গিয়ে তার শরীরের কিছু অংশ দৃশ্যমান হয়ে পড়ে। জিয়ান হঠাৎ করে কল কেটে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। "কি হলো, কমান্ডার সাহেব? এইটুকুতেই নাজেহাল? আর যদি শিফনের ফিনফিনে শাড়ি পরে মোহনীয় রূপে ধরা দিই, তখন কী করবেন?" "উফফ, মেরে ফেলতে চাইছো সুনয়না? এত দুর্বল করে দিলে কাজ করব কীভাবে!" "আপনার মতো বলিষ্ঠ দেহের তাগড়া কমান্ডারকে দুর্বল করে দেওয়ার সামর্থ্য আমার আছে?" "শুধু দুর্বল নয়, একদম ঘায়েল করে দিচ্ছো, বউ! এখন আমার রাতে ঘুম হবে না। বারবার তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ার জন্য মনটা ছটফট করবে। সারা দেহ ও মন জুড়ে তোমাকে গভীরভাবে আলিঙ্গন করার অভাববোধে তীব্র জ্বর আসবে মনে। এ অসুখ তোমার উষ্ণতা ছাড়া যে সারবে না।"
"দুপুরের দিকে কিনে পড়া শুরু করেছিলাম। তোমার লেখায় জাদু আছে আপু! যত সামনে এগোচ্ছিলাম তত রহস্য ততই সাসপেন্স কেউ একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। শেষের দিকে ছিলো টানটান উত্তেজনা। কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক ছিলো। প্লেন ড্রাইভার আমার কিডনি কমান্ডার আমার হৃদপিণ্ড। তোমার লেখনী নিয়ে নতুন করে কিছু বলার নেই। অশ্লীলতা ছাড়া এতো সুন্দর সাবলীল বর্ণনা তোমার দ্বারাই সম্ভব আপি৷"
অনেক সুন্দর হয়েছে 🥰🥰 Just speechless.... এত্তো এত্তো ভালো লাগছে 🥰🥰
Read all reviews on the Boitoi app
Onek sundore hoiche golpota eto sundore ekta golpo amader porar sujog kore diyar jonno apnak dhonnobad lekhika apu💞
ফেসবুকের সাথে কোন মিল নেই
খুবই সুন্দর একটা গল্প পড়লাম 🥰 আপুর লিখনী বরাবরই অসম্ভব সুন্দর ❤️☺️
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
Just wow 😯 onak Valo lagce 🥰❣️🥰🥰🥰
অসাধারণ আপু,,just speechless,,,
বইটি ফেসবুকের সাথে মিল নেই
গল্পটা পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ এমন একটা গল্প দেওয়ার জন্য
অনেক দিন আগে কিনে রেখেছিলাম যখন আমার হাসবেন্ড ছুটি তে ছিলো তাকেই বলেছিলেন ই-বুক টা কিনে দাও তুমি যাওয়ার পরে পড়বো সে চলে গেছে তার দায়িত্ব পালন করতে। গত কালকে কথা বলতে বলতে সে বলবো ই-বুক টা পড়েছো কাহিনি টা বলো পড়া শেষ হয়ে ছিলো না আজকে শেষ হলো তাকে কাহিনি টা বললাম আসলে জিয়ান আর নয়নার মতোই আমাদের সংসার সে একজন বাংলাদেশ আর্মি সদস্য। খুবই ভালো লেগেছে স্বামী স্ত্রী মধ্যে বিশ্বাস স্বামীর প্রতি বিশ্বাসে তাকে নির্দোষ প্রমাণ করার লড়াই। খুবই সুন্দর লিখেছো আপু ✨ অনেক ভালোবাসা❤️ আমার আর আমার হাসবেন্ডের জন্য দোয়া করবা প্লিজ ❤️ ভালোবাসা অবিরাম 🥰🫶