নিজে নিজে কিছু করতে গিয়েও যেমন মানুষ বুদ্ধিহীনতার পরিচয় দেয়, তেমনি কাউকে অন্ধ বিশ্বাস করাও বোকামী। সম্পর্কে সে যেই হোক, যত কাছের মানুষ অথবা আপনজনই হোক, কাউকে একশো ভাগ বিশ্বাস করা মোটেই বুদ্ধিমানের কাজ না। আদনান নিজের ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে সব হারিয়েছে। হারিয়েছে প্রিয়জন, সুখ, সাচ্ছন্দ্য, অর্থ, প্রতিপত্তি, এমনকী পুরুষত্বও। তার কাছের মানুষদের কারণে আদনান আজ একা, অসহায়, নিঃস্ব। সামাজিক পটভূমিতে একটা মানুষের নিঃস্ব হওয়ার গল্প, নিঃস্ব আগামী।
ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app