"বিয়ে করো আমাকে!" "ব-বিয়ে। ক-কী বলছেন এসব?" "হ্যাঁ, সঠিক বলছি। হয় বিয়ে করো, না হয় আমার রক্ষিতা হয়ে থাকো সারা জীবন।" "এমন করবেন না। আপনি আমাকে মেরে ফেলুন।" "উহু, তোমাকে মারব না, তোমার বাবাকে মারব।" "আপনি এটা করতে পারেন না।" (চিল্লিয়ে) নির্ঝর চোখ বন্ধ করে হাত মুঠোয় নিয়ে নেয়। "আমার সামনে অন্য কেউ চিৎকার করে কথা বলুক, এটা আমার পছন্দ নয়।"
"গল্পটা অসাধারণ ছিল। নির্ঝর ছায়ার এই জুটিটা সব সময় আমার পছন্দের।গল্পটা বেস্ট ছিল। গল্পের প্রতিটি কাহিনী অসাধারণ। এরকম গল্প আরো চাই।"
আপু আপনার গল্প মানেই অসাধারণ সুন্দর এটা আরও একবার প্রমাণিত হলো। খুব খুব খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর হয়েছে
এই নির্ঝর চরিএ আর ছায়া চরিএ, এতো ভালো,, লাভ ইট।❤️❤️❤️
গল্পটা খুব সুন্দর ছিল আপু আপনাকে ধন্যবাদ এত সুন্দর গল্প দেওয়ার জন্য। ❤️❤️❤️❤️ এই গল্পের সিজন টু চাই আপু ❤️❤️❤️❤️
খুব ভালো হয়েছে। এই গল্পের সিজন ২ চাই প্লিজ
গল্পটা অসাধারণ ছিল। নির্ঝর ছায়ার এই জুটিটা সব সময় আমার পছন্দের।গল্পটা বেস্ট ছিল। গল্পের প্রতিটি কাহিনী অসাধারণ। এরকম গল্প আরো চাই।
খুব যত্নসহকারে গল্পটি লেখা হয়েছে প্রচুর সুন্দর হয়েছে লেখা