মিতুলের ছোট বোন তুতুল একটু আগে একটি চড় খেয়েছে। অপরাধটি তেমন গুরুতর নয়; সে মিতুলের টেবিলে রাখা কফি থেকে একটু চুমুক দিয়েছিল, যা দেখে মিতুল তাকে দুই গালে চড় মেরে দেয়। তুতুল সোফায় বসে আছে, এবং এই বাড়িতে যা কিছু ঘটে, সব দোষ তার ওপর পড়ে। কেঁদে লাভ নেই, তাই সে এখন আর কান্না করে না, কারণ তার কান্নাকে কেউ পাত্তা দেয় না। মিতুল মনে মনে স্বীকার করছে যে চড় দেওয়া একটু বাড়াবাড়ি হয়েছে, কিন্তু সে জানে, তারও মন খারাপ হয়।