অরিত্র ও প্রেরণার—দুজন অচেনা মানুষের—হঠাৎ কাছাকাছি আসার গল্প। কিছু মিষ্টি আবেশ, কিছু মিষ্টি অনুভূতি নিয়ে তাদের পথ চলার গল্প।
কি মিষ্টি... কি মিষ্টি...... মনের মাঝে মিষ্টি আমেজ রয়ে গেলো।
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে। সুন্দর গোছানো লেখা
আপনার লেখা বরাবরই সুইট। এই গল্পটাও সুইট কিন্তু আরেকটু পড়তে পারলে ভালো লাগত।🫰
কি সুন্দর!
অসম্ভব সুন্দর একটা গল্প দেয়ার জন্য ধন্যবাদ।
মিষ্টি একটা গল্প
Choto but khub khub sundor golpo
ইশশ! গল্পটা একদম হাওয়ায় মিঠাইয়ের মত মিষ্টি ছিল, যে গল্পটা পড়লাম আর গলে গেলাম। তোমার লেখনী আমার বরাবরের মতোই ভীষণ ভীষণ প্রিয়। অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল ❤️
❤️❤️❤️
এত্তো সুন্দর একটা কিউট রোমান্টিক বই উফফফ। একটু পরপরই অসম্ভব মিষ্টি ভালোলাগায় মন ভরে যাচ্ছিল। বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে যাচ্ছি বার বার।এমন পাগল করা ভালোবাসায় ভরে থাকুক লেখিকা আপুর জীবন ও।আরও চাই এমন মিষ্টি মন মাতানো পাগল করা গল্প।