প্রতি একবছর পর পর, ফিরে আসে যেই খুনি! রহস্যময় সেই ১৩ই জুলাই। আয়িশাহর তাকদিরে যেই তারিখটিকে নির্ধারণ করা, নতুন জীবনের সূচনালগ্ন হিসেবে। আদেও কী তা শেষপর্যন্ত সম্পূর্ণ হয়েছিলো? খুনির গুডবুকে যার নাম রয়েছে, সে কী আদেও ছাড়া পায়? ফাহাদ ফাতীনের সর্বোচ্চ চেষ্টা, পুরোনো এই সিরিয়াল কিলিং কেস'কে কী শেষপর্যন্ত আলোর মুখ দেখাতে পারবে? নাকি পুনরাবৃত্তি হবে, খুনির আরেকটি শিকার চক্রের! বিভিন্নতার ভিন্নতায় রয়েছে পরদে পরদে উত্তেজনা, আপনার ভাবনার থেকেও যা অধিক বিস্তৃত এই গল্পে! আসছে, কে আসছে? সময়ের সেই দরজা ভেদ করে? জানতে হলে পড়ুন, ছোট্ট এই গল্পটি