আধুনিক যুগের বড় একটি সমস্যা হলো, মানুষজন আল্লাহকে ভয় না করে দিনরাত এক করে বিভিন্ন গুনাহ করেই যাচ্ছে। তাদের কেউ কেউ আবার গুনাহকে তুচ্ছজ্ঞান করছে। ফলে, তাদের কেউ কেউ সগিরা গুনাহকে কোনো পাত্তা দেয় না, খুবই তুচ্ছজ্ঞান করতে করতে এক সময় বলেই বসে যে, একবার কোনো মহিলার দিকে তাকালে বা কোনো বেগানা নারীর সঙ্গে হাত মেলালে, এমনকি কি-ই বা ক্ষতি হবে? অনেককেই তো দেখি মেয়েদের সঙ্গে হাত মেলায়।