কিছু আমল আছে, যা নির্দিষ্ট সময়ে করা জরুরি। নির্দিষ্ট সময় করলে সাওয়াব অন্য সময়ের চেয়ে বেশি হয়। কখনও কখনও সাওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ে। এরকম মাসভিত্তিক আমল নিয়ে আজ থেকে সাতশত বছর আগে ইমাম ইবনু রজব হাম্বালি (রহ.) লিখেছেন 'লাতায়িফুল মাআরিফ।' যার সংক্ষিপ্ত বাংলা অনুবাদ 'সময়কে কাজে লাগান'। বর্তমান বাজারে যত দুআর বই আমরা দেখি, সব এই বইয়ের কাছে ঋণী। কিন্তু জনসাধারণের মাঝে বারো চান্দের ফযীলত বিষয়ক যত আমল প্রচলিত রয়েছে, এর বিরাট একটা অংশ ভিত্তিহীন কিংবা বানোয়াট হাদীসের ওপর ভিত্তি করে। মনগড়া আমলের বদলে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আমলের সন্ধান দিতে এই 'সময়কে কাজে লাগান' বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পাঠক এর প্রতিটি পৃষ্ঠায় খুঁজে পাবে সময়কে কাজে লাগানোর কার্যকরী অনুপ্রেরণা।