"ভুলে যাওয়া স্বপ্নের ফিসফিস দ্বীপ" একটি যাদুকরী দ্বীপের গল্প, যেখানে হারিয়ে যাওয়া স্বপ্নেরা মেঘ হয়ে ভাসে, গাছেরা গান গায়, আর প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে মানবিক আবেগের রহস্য। লিলা, এক কিশোরী স্বপ্ন-সংগ্রাহক, তার রূপালি জার নিয়ে ঘুরে বেড়ায় এই দ্বীপে—যে জারে সে আটক করে ভুলে যাওয়া স্বপ্নের টুকরো। কিন্তু সমস্যা হলো, এই দ্বীপই এখন মৃত্যুর মুখে! কালো মেঘের দানব নাল চুষে নিচ্ছে স্বপ্নের শক্তি, গাছের গান স্তব্ধ হয়ে যাচ্ছে, আর মানুষ ভুলে যাচ্ছে কীভাবে স্বপ্ন দেখতে হয়। লিলার সঙ্গী ফিন, এক ছোট দৈত্য যে নিজের শক্তিকে ভয় পায়, তার ঝড়-ক্রিস্টাল নিয়ে তারা শুরু করে বিপদসংকুল এক অভিযান। তাদের পথে আসে রহস্যময় সাইরেন, সময়ের জাদুকর ক্রোনোস, আর স্বপ্নের প্রাচীন রক্ষক মিরাবেলের স্মৃতি। প্রতিটি ধাপে ধাপে লিলা শেখে—স্বপ্ন শুধু মেঘ নয়, এগুলো মানুষের হৃদয়ের অদৃশ্য সুতো, যা বুনে রাখে বাস্তবের টিকে থাকার আশা। যেখানে আমগাছের ডালে বাজে হারানো প্রেমের সুর, আর বটগাছের গুঁড়িতে লেখা থাকে অনামা কবির শেষ কবিতা। যা টিকে আছে স্বপ্নের শিকড়ে, কিন্তু এখন ডুবে যাচ্ছে অন্ধকারের স্পর্শে। লিলাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে—সে কি তার মায়ের মতোই ব্যর্থ হবে, নাকি লেখবে নতুন ইতিহাস? এই গল্প কেবল কল্পনার জগৎ নয়, এটা আমাদেরই আয়না। এখানে আপনি খুঁজে পাবেন সেই শিশুটিকে যে এখনো বিশ্বাস করে নক্ষত্র ছুঁয়ে ফেলা যায়, সেই কিশোরীকে যে লুকিয়ে রাখে ডাক্তার হওয়ার স্বপ্ন, আর সেই বৃদ্ধকে যে তার নাতির জন্য রেখে গেছে অলিখিত গল্পের খাতা। প্রতিটি পাতায় জড়িয়ে আছে প্রশ্ন: "স্বপ্ন না থাকলে মানুষ কি বাঁচে?" যদি আপনি বিশ্বাস করেন যে গল্প শুধু মনের খোরাক নয়, হৃদয়ের অস্ত্র—তাহলে এই যাত্রায় যোগ দিন। লিলা আর ফিনের সাথে উড়ে বেড়ান স্বপ্নের মেঘে, লড়াই করুন কালো শক্তির বিরুদ্ধে, আর আবিষ্কার করুন—কীভাবে একটি মাত্র স্বপ্ন বদলে দিতে পারে এক জনপদের ইতিহাস।