ফয়সাল করিমের সামনে দাঁড়িয়ে আছে মস্ত বড় একটি পাঁচতলা ভবন। ভবনের চারপাশে উঁচু উঁচু দেয়াল। দেয়ালের উপরে কাটা এবং কাচ এবং বিশাল বড় লোহার একটি গেট, যেটি ফয়সাল করিমের ভবনে প্রবেশ করার প্রথম গেট। মেন গেটের তালাটিও খুব শক্তিশালী। ফয়সাল করিম তার হাতে রাখা চাবি দিয়ে শক্তিশালী তালাটি খুলেন। ফয়সাল করিম একে একে বিল্ডিং-এর তলাগুলো দেখতে শুরু করেন। তিনি প্রথম তলায় যাওয়ার পর কিছু একটা গন্ধ পান। কিন্তু তিনি এতে কোনো কিছু ভাবেন না। কিন্তু তিনি দ্বিতীয় তলায় যাওয়ার পর গন্ধটি বাড়তে শুরু করে। খুব বিশ্রী একটা গন্ধ। এবার তার মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে। তিনি বুঝতে পারছেন না যে, গন্ধ ঠিক কোত্থেকে আসছে। ফয়সাল করিম তৃতীয় তলায় যাওয়ার পর যা দেখেন তাতে হতভম্ব হয়ে যান। তার শরীরের লোম খাড়া হয়ে যায় এবং তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। তিনি দেখেন যে সিঁড়ির সাথেই লেগে আছে উন্মুক্ত অবস্থায় রক্তমাখা শরীরে অজ্ঞাত এক সুন্দরী তরুণীর লাশ। তরুণ মেয়েটির জামাকাপড় অর্ধেকের বেশি ছেঁড়া। রক্তে মেয়েটির জামাকাপড় রঙ্গিত হয়ে গেছে। চেহারার অপরূপ সৌন্দর্যের বিপরীতে রয়েছে নির্মম মৃত্যুর বিভীষিকা। তিনি চিন্তা করেন—এত সুন্দর মেয়েটিকে কে খুন করেছে? আর এখানেই বা কিভাবে আসলো? এত উঁচু উঁচু দেয়াল থাকতে এবং শক্ত তালা দিয়ে লোহার মেন গেট বন্ধ থাকতে? আর তিনি মেয়েটাকে চিনেন না।
এই বইটি আমার লেখা। সবাই পড়ে দেখুন, খুব ভালো লাগবে
Read all reviews on the Boitoi app