নারীর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার একমাত্র পথ হলো সেসব নারীর অনুসরণ করা, যাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। জীবনের বাঁকে বাঁকে ঘটমান নানান গল্পে তাদের অনুসরণই হলো আমাদের নারীদের জন্য শ্রেষ্ঠ উপমা ও নমুনা। নবিযুগের সেসব নারী কেমন ছিলেন, কেমন ছিল তাদের জ্ঞানচর্চা; তাদেরকে নিজের জন্য কীভাবে আদর্শ বানাবেন, জানতে পারবেন বইটি থেকে।