আজ আমরা পার্থিব শিক্ষা অত্যন্ত গুরুত্বসহকারে অর্জন করলেও রাসূল সা.-এর বাস্তবজীবন ও পূর্ণাঙ্গ সুন্নাহ সম্পর্কে তেমন সচেতন নই। বর্তমানে আমাদের দেশে ইসলামী বইয়ের কোনো অভাব নেই। কিন্তু আফসোসের বিষয় হলো, ব্যবহারিক জীবনে রাসূল সা. কেমন ছিলেন এবং মানবজীবনে প্রত্যুষে ঘুম হতে জেগে ওঠা থেকে শুরু করে সারাদিনের কর্মব্যস্ততা শেষে আবারও নিদ্রা যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজের যে সুন্নাতী পদ্ধতি রয়েছে, এর ওপর পূর্ণাঙ্গ, তত্ত্ব ও তথ্যবহুল নির্ভরযোগ্য কোনো বই নেই বললেই চলে।