ঝিঁঝিঁ ডাকা নিঝুম রাত্রিরে ঘুমন্ত একা, ওরফে নওরোজকে কাঁধে নিয়ে নিজের বিয়ের ঠিক ছত্রিশ ঘণ্টা আগে ঘর পালালো দুর্ধর্ষ স্নাইপার এজেন্ট কুয়াশা। এবার পুলিশের পাশাপাশি একদল পাহাড়ি সৈনিক সুঁচ অভিযান চালাতে পাহাড়-পর্বত চষে ফিরছে। পাহাড়িদের রাজা উমাং চাকমার প্রাণপ্রিয় স্বপ্নকন্যা নওরোজকে নিয়ে লাপাত্তা কুয়াশা, চাট্টিখানি কথা মোটেই নয়। স্বভাবে হিংস্র আচরণে পাথুরে নিষ্ঠুর আদিবাসীদের প্রাণপুরুষ পাহাড়ি রাজা উমাং স্বয়ং বিষাক্ত তীরের ফলা নিয়ে থপ থপিয়ে পা ফেলে নেতৃত্ব দিচ্ছেন; পূজোর বেদিতে আসন গেঁড়ে কুয়াশার শরীরের সমস্ত রক্ত দিয়ে স্নান করবেন তিনি। প্রতিহিংসার অনলে জ্বলছে নির্ঘুম রক্তচক্ষু, কিছুতেই কুমারিত্ব হারানো চলবে না রাজার প্রিয়তমার।
"অসাধারণ থ্রিলার সিরিজ বুক"একা" পড়ে সবার মনে হবে সেই টিনএইজের মাসুদ রানার কোনো সিরিজ পড়ছেন। ধন্যবাদ লেখিকা মাহমুদা সুলতানা একা আপুকে এই অসাধারণ বইটি লিখার জন্য যেখানে রোমাঞ্চ, দেশপ্রেম, খুন, গুম সবকিছুইআছে, আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অকুতোভয় যুবক। সবাই বইটি সংগ্রহ করে পড়বেন।"
অসাধারণ বরাবরের মতো। এক নি:শ্বাসে পড়ে উঠলাম।।আহ! নেশা ধরানো লেখনী। পরের সিরিজের অপেক্ষায় থাকলাম।।
Read all reviews on the Boitoi app
জীবনটা এমন করেই কেটে যাক। একা বাচ্চাটার মত একা হয়ে দুঃখও হয় সুখও লাগে যদি এমন কিছু হতো এমনি করে যায় যদি দিন যাকনা.....
#মাশাআল্লাহ!!! একটি ওয়েস্টার্ন ধাঁচের ডিটেকটিভ থ্রিলার উপন্যাস! অনেক অনেক দিন পর মনে হলো সেই টিনএইজে ফিরে গিয়েছি,সেই একইরকম ফিল এসেছে। মূলত থ্রিলার উপন্যাস গুলো যেমন হয়,পরতে পরতে সাসপেন্স,প্রথম প্যারা পড়লে বুঝার উপায় নেই ঘটনা কি...? পরের প্যারাতেই ঘটনার মোড় চেঞ্জ...এসবই পেয়েছি #একাতে .... লেখিকা অত্যন্ত সুন্দর ভাবে, সহজভাবে, বাংলাদেশের আলোকে উপন্যাস টিকে তুলে ধরতে পেরেছেন।ওয়েস্টার্ন সিরিজ গুলো পড়ার সময় যেমন বুকটা ঢিবঢিব করতো ঠিক একইরকম অনুভূতি আমার হয়েছিলো... ডিটেকটিভ থ্রিলার উপন্যাসের মূল দিক - “যা চোখে দেখা যায় সবসময় তা সত্যি হয় না ” কথাটি গভীর ভাবে অনুভব করলাম।মেয়ের চোখে বাবার সম্মান ফিরিয়ে আনা তার প্রমাণ!!! একজন দূর্ধর্ষ স্নাইপার, তুখোড় মেধা সম্পন্ন দেশপ্রেমিক vsহিংস্র পাহাড়ি রাজা.. কে জয়ী হয়...??? কে জিততে পারে জিদ্দি ম্যাঁওকে.... একজনের শুদ্ধ অনুভুতি নাকি....???(সাসপেন্স) অনেক রহস্য উন্মোচন করা হয়েছে উপন্যাসে.... একদম শেষটুকুও আমার মন ছুঁয়েছে... “--'ইয়েস স্যার! ইট'স কল টু মে'ডে ..আই রিপিট.. মে'ডে! ” ডিটেকটিভ উপন্যাস গুলিতে যেমন হয়... মনে হয়েছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন কোনো থ্রিলার লেখক লিখেছেন.... বি:দ্র:--একটি কথা বলে রাখা ভালো,একা কোনো ব্যাক্তি বিশেষের নাম নয়,, বাকিটা উপন্যাসেই বুঝতে পারবেন... #একা নামে একটি সিরিজ আসতে চলেছে...তো যাঁরা এই ধরণের সিরিজ পছন্দ করেন তাঁরা স্বচ্ছন্দে এই উপন্যাস পড়তে পারেন।।। একটুসখানি প্রেমও আছে কিন্তু...!!!💖 #হ্যাপি_রিডিং......
অসাধারণ থ্রিলার সিরিজ বুক"একা" পড়ে সবার মনে হবে সেই টিনএইজের মাসুদ রানার কোনো সিরিজ পড়ছেন। ধন্যবাদ লেখিকা মাহমুদা সুলতানা একা আপুকে এই অসাধারণ বইটি লিখার জন্য যেখানে রোমাঞ্চ, দেশপ্রেম, খুন, গুম সবকিছুইআছে, আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অকুতোভয় যুবক। সবাই বইটি সংগ্রহ করে পড়বেন।
নক নক....... কি ভেবেছেন, সবাই খালি লোভ দেখাবেন? কিসসু বলবো নাহ? হুহ!! একদম ঝড়ের গতিতে পড়ে ফেলেছি কিন্তুউউউউউ!! এটা ঠিক রিভিউ নাহ, বই শেষ করে দুটো কথা বলতে এলাম কেবল! বরাবরের মতোই আরও একটা ভিন্ন স্বাদের গল্প..... তাও কিনা স্পাই থ্রিলার!! সেইইই ছোটবেলা থেকে বুঁদ হয়ে থাকা এক এবং অদ্বিতীয় প্রেম - এমআর নাইন!!! মাসুদ রানা! যে টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় নাহ.... অবশ্য দেশ রক্ষার মিশনে জীবন উৎসর্গকারীদের এমনটাই হয়..... অদ্ভুত অনিশ্চিত আর ভয়ানক! একা তে তাই একটু ভিন্ন ফ্লেভার পেয়ে একটানে পড়ে নিলাম!! সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ - থ্রিল, ক্ষমতা, পা ফঁসকানো, লোভ, কুরুচি, পরিবার..... আর শেষে এসে ইকটুশ খানি প্রেম!! এই যে একুবিবি..... কুয়াশার অপেক্ষায় যে এখন দিন গুনতে থাকবো, তার কী হবেএএএএএএ!! শীগগির করে পরের পর্ব চাইইইই!! হে হে!! #হ্যাপি_রিডিং
শ্বাস আটকে টান টান উত্তেজনা নিয়ে শেষ করলাম ।কি নাই এই গল্পে প্রেম ধোঁকা খুন বন্ধুত্ব দেশ প্রেম । বন্ধুত্ব না দেশ প্রেম কোনটা গুরুত্বপূর্ণ ? এত সুন্দর বর্ণনা মার্জিত পরিষ্কার পরিছন্ন ভাবে ফুটে উঠেছে।ছোট একটা মেয়ে বাবা মা'র থেকে মুখ ফিরিয়ে নেয়া মর্মান্তিক দৃশ্য ।
কী একটা টান টান উত্তেজনায় পুরোটা পড়া শেষ করলাম!! অসাধারণ!!
“ To be or not to be That is the question!! ” চোখ যা দেখে তাই কি হয় না কি আড়ালে আরও কিছু লুকানো হয়!!! সমাজের নিম্ন স্তরের মানুষ গুলোকে, তাদের কাজকর্ম বা ব্যব্যবহার কে নিকৃষ্টতম হিসেবে বিবেচনা করা হয়।কিন্তু রূঢ় বাস্তবতা এবং সত্য হচ্ছে সমাজের উচ্চ স্তরের মানুষরা সমাজের সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট প্রকৃতির।এদের দ্বারা যত অপকর্ম, দুর্নীতি এবং ব্যভিচার ভিত্তিক অপরাধ গুলো ঘটে।উচ্চ পর্যায়ের ক্ষমতার লোভে যত অরাজকতা সৃষ্টি হয় এদের জন্যে।তবে সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলো ঘটে যায় এদের পরিবারে। ডিটেক্টিভ এই সিরিজের শুরু এমন এক উচ্চ ক্ষমতাসম্পন্ন স্তরের খোলস উন্মোচন দিয়ে।একটি ক্ষমতার মৃত্যু এবং তার ছায়ার তলে গড়ে ওঠা অন্ধকার সাম্রাজ্যের মুখোশ খসে পড়ার রোমাঞ্চকর ঘটনা গুলো উঠে আসে। সেই সাথে আসে একটি সুখী সুস্থ পরিবারের ভীত নড়ে যাওয়া, একটি আদুরে পাখি নীড় ছাড়া হয়, না বুঝে ওঠার বয়সে পুরুষ জাতির জঘন্য অবক্ষয় দেখে ফেলার মানসিক নিপীড়ন সহ্য করতে হয়। ক্ষমতার লোভে নিয়তি ভুলে যাওয়ার খেসারত, শুদ্ধতার সাথে অশুচির লড়ায়ে এই সকল অপকর্ম নিয়ে যাবে সভ্য শহুরে লোকালয় থেকে পাহাড়ি দুর্গম এলাকার অন্ধকার দুনিয়ায়, ক্ষমতার অপব্যবহার করা হিংস্র রাজা থেকে দুর্ধর্ষ স্নাইপারের এসপিওনাজ দুনিয়ায়। হারজিত আর ধংসের খেলায় মত্ত পৃথিবীর দুর্দান্ত সব ঘটনা যদিও বা কাল্পনিক, বাস্তবে প্রতিকার নেই তবুও এই রোমাঞ্চকর বিষয়গুলো মনে হবে যেনো দিব্য চোখে দেখা যাবে এই গল্পে। চরিত্র নিয়ে বিশদে কিছু বলবো না, ওটাই সাসপেন্স।আর এখানে দেখানো প্রতিটি ঘটনা,মোড় আর পরিস্থিতি চারদিকে ছড়িয়ে আছে যা আমরা দেখছি প্রতিনিয়ত।আর এইসব কিছুই আয়নাতে পরিষ্কার দেখাবে এই সিরিজ।
এমন একটি গল্প যা এক্সপেকটেশনের সব স্তর পার করে গেছে। প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ঘটনা এতো সুন্দর ভাবে খাপ খেয়ে গেছে যা একদমই ভাবনার বাইরে। এক বার শুরু করলে শেষ করতে মনই চাইবে না এমন একটি উপন্যাস 'একা'! এক কথায় এক্সট্রিমলি ফ্যাবিউলাস..✨
Darun hoache golpo ta.but 2nd part Abar Kobe deben?deri korben na please