"ছায়ার রসায়ন" সাতটি ভাঙা হৃদয়ের নায়কদের মহাকাশীয় যাত্রা! ভুলে যাওয়া স্মৃতি, রক্তে লেখা নক্ষত্রপথ, জীবন্ত মরুভূমির কান্না আর সময় চোরের দ্বন্দ্বে জড়ানো এক অসম্ভব অভিযান। মহাবিশ্ব বাঁচাতে তাদের ঠিক করতে হবে: সত্যি লুকিয়ে আছে অতীতের ছাইয়ে, নাকি ভবিষ্যতের স্বপ্নে? পড়ুন, যেখানে যুক্তি আর যাদুর সীমানা মুছে যায়... শেষ মুহূর্তে জানা যাবে, সত্যিই কি সবকিছু মুছে যাবে? 🌌✨ সূচিপত্র: Page1………….. নক্ষত্রের চিহ্ন Page2………….. লোহার সন্ধ্যা Page3………….. রক্তপাথরের প্রতিধ্বনি Page4………….. ভাঙা সময়ের গোলকধাঁধা Page5………….. জমাট সময়ের শপথ Page6………….. মরুভূমির শোকগাথা Page7………….. আয়নার খণ্ডের মহাফেজ Page8………….. ভবিষ্যতের ভাঙা জানালা Page9………….. প্রতিধ্বনির ধস Page10………… বিস্মৃতির শেষ সীমানা Page11………… কুয়ান্টাম বাগান Page12………… স্বপ্নের গহীনে একা Page13………… নৈতিকতার অন্ধকার Page14………… ভাগ্যের বিপরীত ঘূর্ণি Page15………… ক্ষণিকের মহাকাব্য