আধুনিক সমাজের মানুষের মন যেন সরিসৃপ প্রজাতির মতো। সরিসৃপ প্রজাতির মন ক্রমে ক্রমে যখন বিষে পরিপূর্ণ হয়ে বিষক্রিয়া ঘটায়, আর বিষক্রিয়ারই ফল হয়ে দাঁড়ায় ‘পরকীয়া।’ ‘দ্বিতীয় বসন্ত’ উপন্যাসের মূল প্রতিপাদ্য একটি নয়, বরং বহুমুখী উপাদান নিয়ে গড়ে উঠেছে। নায়ক না খলনায়ক, বুঝে উঠার আগেই ‘শৌভিক’ চরিত্রটি উপন্যাসে তরতরিয়ে বেড়ে উঠতে থাকে। স্বার্থপরতা, বেঈমানি, প্রহসন, প্রেম আর নির্যাতনের অবয়বে উপন্যাসের ঘটনা প্রবাহ বয়ে গেছে। শৌভিক... যেন এক সরিসৃপ মনের সুপ্ত লতাগুল্ম হয়ে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ঠাঁই করে নিয়েছে। ঘটনা পরিক্রমায় সুপ্তিকে বিয়ে করতে গিয়ে পছন্দ করে ফেলে তারই ছোটো বোন দিপ্তিকে। কিন্তু মানব মনের বহুল পরিচিত রোগ হলো ঈর্ষা, আর সেই ঈর্ষার উৎস হয়ে দাঁড়ায় আবির। সুপ্তির সুপ্ত মনের কঠিন প্রেমিক হয়ে আবির যখনই সুপ্তিকে কাছে টানে, তখনই শৌভিক হয়ে ওঠে মারমুখী ক্যাক্টাস। তারপর... কী হয় সুপ্তির? ভাগ্য তাকে কোথায় ঠেলে দেয়! সেই শেষ গন্তব্যের দিকে সুপ্তির সাথে এগিয়ে যায় উপন্যাসের ঘটনা প্রবাহ। সামাজিক নানা বাঁধা–বিপত্তি, টানাপোড়েন আর বহু জটিলতার ঘটনা নিয়েই ‘দ্বিতীয় বসন্ত’ উপন্যাসটি গড়ে উঠেছে। লেখক ববিতা রায়ের উপন্যাস ‘দ্বিতীয় বসন্ত’ সামাজিক বহুমুখী সমস্যা ও মানব মনের আকৃতি-প্রকৃতি নিয়ে নির্মিত।
এই লেখিকার সবকটা ই-বুক গল্প আমার পড়া শুধু তাই না ফেসবুকেও যতগুলো গল্প লিখেছে সব আমার পড়া। তাদের মধ্যে অন্যতম প্রিয় গল্প হলেও 'দ্বিতীয় বসন্ত'। এই গল্পটি আমি টানা একদিনে পড়ে প্রতিটা পর্ব শেষ করি। অনেকটা নেশার বস্তুর মত লাগে। ছেড়ে উঠতেই পারিনি। আবির ও সুপ্তির ভালোবাসা এবং সাইকো শৌভিকের সুপ্তির প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে এই গল্পে এবং লেখিকার বর্ণন ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। এইরকম আরো বহু বহু লেখা এই লেখিকার আমি পড়তে চাই তাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকলাম। অনেক ভালোবাসা নিও।। ❤️❤️❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
Khub sundor hoise. Ager version theke ei version better 🥰