পৃথিবীর সব পাখি খাঁচায় বন্দী নয়, কিন্তু বেশিরভাগ নারীর জীবনটা শুরু হয় বন্দিশালা থেকে। তাদের মুক্তির জীবন কেমন, তা এক অন্ধকার, অনিশ্চিত। একটু ডানা মেলে স্বাধীনভাবে মুক্ত আকাশে উড়বে, তার কোনো সুযোগ নেই। নিজের মতো করে ঘুরে বেড়াবে, তারও কোনো সম্ভাবনা নেই। তাকে সর্বদা বাবা, ভাই বা স্বামী নামক কোনো এক পুরুষের আয়ত্তে থাকতে হবে। তা না হলে, সেই নারীটিকে সকলে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে হাত বাড়াতে চাইবে। কত কঠিন আর কত নিষ্ঠুর এক নিয়ম, এই সমাজের! যা কেবল নারীর ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়।
"এই প্রথম কোনো ইবুক পড়ে তৃপ্তি পেয়েছি।। তবে আমি খুব চেয়েছিলাম চন্দ্রা সব জানুক।। রিদমের জন্য আমি কেদেঁছি ওর তো কোনো অপরাধ ছিলো না। তারপরও সে কেনো এতো বড় শাস্তি পেলো।। সে তো শুরু চন্দ্রার সাথে একটা ছোট্ট সংসার চেয়েছিল।। সাফারকে সবার ভালো লাগলেও আমি ওকে ঘৃণা করি যতোই সে চন্দ্রাকে ভালোবাসুক পরিশেষে একটা কথায় বলবো লেখিকা আপু স্বার্থক গল্পটা অসাধারণ হয়েছে।।"
এই প্রথম কোনো ইবুক পড়ে তৃপ্তি পেয়েছি।। তবে আমি খুব চেয়েছিলাম চন্দ্রা সব জানুক।। রিদমের জন্য আমি কেদেঁছি ওর তো কোনো অপরাধ ছিলো না। তারপরও সে কেনো এতো বড় শাস্তি পেলো।। সে তো শুরু চন্দ্রার সাথে একটা ছোট্ট সংসার চেয়েছিল।। সাফারকে সবার ভালো লাগলেও আমি ওকে ঘৃণা করি যতোই সে চন্দ্রাকে ভালোবাসুক পরিশেষে একটা কথায় বলবো লেখিকা আপু স্বার্থক গল্পটা অসাধারণ হয়েছে।।
Read all reviews on the Boitoi app