আমরা সবাই উন্নত ক্যারিয়ার গড়তে চাই এবং সম্মানজনক জীবিকার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। এর জন্য চাকরি কিংবা ব্যবসার প্রয়োজন, কিন্তু সবার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, কারণ ব্যবসার জন্য প্রয়োজনীয় পুঁজি দরকার। যাদের পুঁজি ও ব্যবসা করার সুযোগ নেই, তাদের একমাত্র অবলম্বন চাকরি, যা পাওয়ার জন্য যোগ্যতা, মেধা ও দক্ষতা আবশ্যক। তবে, ইন্টারভিউ হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ; সফল ইন্টারভিউ চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয়। এই গ্রন্থটি আপনার যোগ্যতা ও মেধার সর্বোচ্চ ব্যবহার করে সফল ইন্টারভিউয়ের দক্ষতা অর্জনে সাহায্য করবে, যা নিশ্চিত চাকরি প্রাপ্তির পথপ্রদর্শক হবে।