যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ তোমাকে সহ্য করা হবে। যা করার সিস্টেমের ভেতরে ঢুকে করো, কিন্তু কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না। প্রশ্ন করা যাবে না কাঠামো নিয়ে, বিশ্বব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে। প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে। অ্যামেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ। অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার, এমনকি বলারও প্রয়োজন নেই, সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট। এসব চিন্তা অবৈধ, এসব চিন্তা অপরাধ। যে শরীয়াহর অনুসরণ কিয়ামত পর্যন্ত আল্লাহ মানবজাতির ওপর ফরয করেছেন, যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে অ্যামেরিকান বিশ্বব্যবস্থার মোকাবেলায় সেই শরীয়াহ বাস্তবায়ন হোক এটা চাওয়া–কিছু করাও না, কিছু বলাও না–শুধু এটা চাওয়া অপরাধ। কিছু করার দরকার নেই, বলার দরকার নেই, চিন্তাটাই অপরাধ। থটক্রাইম। চিন্তাপরাধ।
"প্রত্যেক মুসলিমের এটা পড়া উচিত।"
please translate into English and sell it to Amazon so that other people can read
Read all reviews on the Boitoi app
এধরনের নিপুণ বুদ্ধিবৃত্তিক চর্চা আমাদের ইসলামী লেখক, আলেম সমাজে ব্যাপক হারে হওয়া উচিৎ। এই বইটি পড়ার সময় খুব জ্ঞানী সেক্যুলার মানুষজনের কে বইটি পড়ানোর তামান্না এসেছে। এর যুক্তি, পশ্চিমের আলোকে, পশ্চিমের কথনে পশ্চিমকে প্রশ্নবিদ্ধ করার মানসম্মত প্রয়াস সত্যিই প্রশংসনীয়। আল্লাহ লেখক, ও সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযাএ খায়ের দান করুক। আমিন।
পাশ্চাত্যের প্রতি মুগ্ধ হয়ে থাকা প্রত্যেক মুসলমানের জন্য এই বইটি পড়া দরকার।
পশ্চিমাদের দাসত্বের বেড়াজালে আবদ্ধ প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্য পাঠ্য একটা বই ❝চিন্তাপরাধ❞ আসিফ আদনান হাফিযাহুল্লাহর এই বই পড়েই অজস্র মানুষ পশ্চিমা দাসত্বের শৃঙ্খল ছিড়েখুঁড়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ। এর প্রতিদান আল্লাহ তাকে দিবেন। আমরা শুধুই দুয়া করে যেতে পারি।
❤️💖❤️💖
এটা খুবই ভালো একটা বই
এমন বই আসলেই দুর্লভ
সবার এই বইটি পড়া উচিত বলে আমি মনে করি। মুক্তমনাদের আরো বেশি, যেহেতু তারা মুক্তমনা এবং তারা তথাকথিত মুক্তমনে একটি বিশেষ ধর্মের কিছু বিধান এবং তা পালনকারী শান্তিপূর্ণ মানুষগণের সমস্ত খুটি নাটি বিষয় নিয়ে, এবং কিছু একান্ত ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়ে সুচিন্তিত মতামত অত্যন্ত জঘন্য ভাষাযোগে প্রকাশ করে থাকে। তাদের বিষয়ে এবং তাদের পরম পূজ্য একটি জাতির বিষয়ে লেখক তার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন( যদিও তা প্রমাণিত সত্য এবং গবেষণালব্ধ জ্ঞান)। বইটি পড়বেন, পড়ে যদি আপনার গাত্রদাহ হয়,অস্বস্তি হয় তাহলে বুঝবেন আপনি সত্যিকারের মুক্তমনা তো ননই, বরং সংকীর্ণমনা, একপেশে এবং কিছুটা বদ্ধমস্তিস্কের ও বটে, যাদের একটা ধর্ম নিয়ে অযাচিত চুলকানি আর মুর্খের মতো চ্যা ভ্যা করা ছাড়া কিছুই নেই ঝুলিতে। ভাবুন, ভাবুন। ভাবতে প য়সা লাগেনাহ! Happy reading!
প্রত্যেক মুসলিমের এটা পড়া উচিত।
অসাধারণ, চিন্তার জট খুলে দেবে