রাত প্রায় সাড়ে আটটা বাজে। ফুয়াদ এখনো সমুদ্রপাড়েই আছে। এতক্ষণ বসে থাকলেও, এখন প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। শোঁ শোঁ করে বাতাস বইছে। বিরামহীনভাবে শব্দ করে ধেয়ে আসা ঢেউ পা ভিজিয়ে দিচ্ছে। আজ আবার ভরা পূর্ণিমা। চাঁদের আলোয় সমুদ্রটাও যেন ঝলমল করছে। এই মুহূর্তে ফুয়াদের মনে হচ্ছে, এশার কোনো বিশ্বাসই সে অর্জন করতে পারেনি। অথচ এই মেয়েটার জন্য সে নিজেকে আগাগোড়া পরিবর্তন করেছে। নিজের আবেগ সহজে কারও সামনে প্রকাশ না করা ফুয়াদ, একাকী বিশাল এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আবেগে ম্লান হয়ে গেল।
রাগে আমার শরীর জাস্ট কিড়মিড় করছে!আমি পারছিনা হাঁদারাম গুলোকে গল্পের ভিতরে ঢুকে থাপ্রাই। শ্লা গাঁধার দল সব! ফুয়াদ, সুমনের জায়গায় মনে হচ্ছে আমি ছিলাম। এত্ত ফালতু ভাই পলি, সম্পা, এশা, মালা 🙏 আমার বিপি হাই হয়ে গেছিলো ইবুকটা পড়ার সময়। শ্লার ফ্যামিলি। রাগে তো আমি বারবার আমার দাঁত পিষছিলাম 🙂 গাঁধার বাচ্চা এশা 🙂 একটা কাজ ও ঠিকঠাক করে তো করতে পারেনা আবার দেখি ফ্যাচফ্যাচ করে কাঁদে সারাদিন। আরেহ ভাই একটা মানুষ এত গাঁধা হয় কিকাবে জাস্ট টেল মি! পরিবার তো না যেনো সার্কাস। ফেসবুকের গল্পের পলি বেগমই ঠিক ছিল ভাই এট লিস্ট এত ক্রিঞ্জ বিহেভিওর করতোনা। ফুয়াদ যে কিভাবে সহ্য করেছে ভেবেই আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। পুওর ফুয়াদ।
Read all reviews on the Boitoi app
সহজ, সুন্দর, সাবলীল 🤎
অনেক হাসির আর মজার গল্পটা। ফুয়াদ এবং এশাকে আরো একবার দেখতে চাই আপু। ❤
বইটা পড়ে অনেক ভালো লেগেছে।।আমি ভেবেছিলাম এই ইবুক টা হয়তো "এই জোছনা ধারায় " গল্পের ইবুক।।কিন্তু পরে দেখলাম এটা পরের পার্ট।।গল্প পড়ে মাঝে মাঝে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার মত অবস্থা হয়েছিল।।।আপুর লেখা এক কথায় অসাধারন।। আপু আপনি যদি আমাকে এই জোছনা ধারায় গল্পের লিংক টা দিতেন আমি পরতাম।।।😊😊
খুব ভালো লেগেছে
ইশ কি মজার গল্প। হাসতে হাসতে পেট ব্যথা. Best ❤
এই জোছনা ধারায় উপন্যাসটি আমার খুব পছন্দের। এশা আর ফুয়াদকে নিয়ে লেখা এই ইবুকাও অসাধারণ লেগেছে। অনেক হাসলাম। ওদের সাথে সাথে আমিও যেন সেন্টমার্টিন ঘুরে আসছি।
অসাধারণ
এক কথায় অসাধারণ। মন ভালো করে দেওয়ার মতো ❤️❤️❤️❤️
খুব ভালো লেখা। চমৎকার মজার একটি ইবুক পড়লাম। লেখকের জন্য শুভকামনা।