হযরত আল্লামা সাইয়্যদে মুরতাযা আসকারী হিজরি ১৩৩২ সালের ৮ জমাদিউস সানী (১৯১৪ খ্রি) ইরাকের ধর্মীয় নগরী সামাররায় জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি সেখানকার দ্বীনি মাদরাসায় পড়াশোনা করেন এবং পরে উচ্চতর দ্বীনি জ্ঞান অর্জনের লক্ষ্যে ১৩৫০ হিজরি সালে (১৯৩১ খ্রি) ইরানের ধর্মীয় নগরী কোমে আগমন করেন। তিনি ১৩৫৩ হিজরি সাল (১৯৩৪ খ্রি) পর্যন্ত মাত্র তিন বছর কোমে অবস্থান করেন, কিন্তু এ স্বল্পকালীন অবস্থানের সময়েই তিনি শিক্ষাদান পদ্ধতি ও পাঠক্রমের বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত আল্লামা সাইয়্যদে মুরতাযা আসকারী এবং তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু আয়াতুল্লাহ শেখ মুরতাযা হায়েরী ও সাইয়্যদে আহমাদ সাজ্জাদী কোমের সেরা দ্বীনি শিক্ষকগণের নিকট ফিকাহ ও উসুলে ফিকাহ শিক্ষা গ্রহণ করেন। আল্লামা আসকারী হযরত ইমাম খোমেইনী (রহ.)-এর কিছু ক্লাসেও অংশগ্রহণ করেছিলেন।