“শেফু, এই শেফু — কখন থেকে ডাকছি, কথা কানে যায় না!” শেফা গা করলো না। বড় মামির স্বভাবই এমন— সব সময় অকারণ হাঁকডাকে বাড়ি অস্থির করে তুলবে। বাড়ির বিড়াল মোতালেব মিয়া পর্যন্ত বড় মামির হাত থেকে নিস্তার পায় না। মোতালেব অয়ন ভাইয়ের বিড়াল। অয়ন ভাই কি যে একটা অদ্ভুত মানুষ! নয়তো বিড়ালের নাম কেউ মোতালেব রাখে! বড় মামি যত হাঁকডাক ওয়ালা মানুষ, তার বড় ছেলে অয়ন তত চুপচাপ মানুষ। মাঝে মাঝে মনে হয়, এরা কখনো মা-ছেলে হতেই পারে না।